গ্লোবাল এসোসিয়েশন ফর ইন্ডিজেনাস পিপলস অফ দ্য চিটাগাং হিল ট্রাক্টস (GAIPCHT) আজ খাগড়াছড়িতে ৫ আগস্টের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিক্ষোভে নিরস্ত্র আদিবাসীদের ওপর ড. ইউনুস সরকারের সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী উপলক্ষে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্যরা খাগড়াছড়ি শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভকারীরা পার্বত্য চট্টগ্রাম সংকটের স্থায়ী সমাধান এবং পূর্ণ স্বায়ত্তশাসন প্রদানের দাবি জানায় ।

তাঁরা ড. মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বর্তমান সরকারকে “নব্য ফ্যাসিবাদী”আখ্যা দিয়ে সারা দেশে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেন।

তবে হঠাৎ করেই বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সশস্ত্র গোষ্ঠীর ক্যাডাররা বিনা উসকানিতে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে।

এতে ৫৩ বছর বয়সী পূর্ণমুখী চাকমা নামের এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং আরও একজন পুরুষ গুলির আঘাতে গুরুতরভাবে আহত হন।

সমস্ত আদিবাসী বিক্ষোভকারীকে তাদের জীবন বাঁচাতে পালিয়ে যেতে হয়েছিল।

গ্লোবাল এসোসিয়েশন ফর ইন্ডিজেনাস পিপলস অফ দ্য চিটাগাং হিল ট্রাক্টস-এর মুখপাত্র সঞ্চয় চাকমা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই ভাড়াটে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণের হামলা প্রমাণ করে যে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা এখনো অপরিবর্তিত এবং ড. মোহাম্মদ ইউনুস পার্বত্য চট্টগ্রামে কোনো গণতান্ত্রিক স্বাধীনতা দিতে আগ্রহী নন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *