ঢাকা: তারেক রহমান আসবেন আসবেন! কত নাটক হলো তারেককে নিয়ে।অথচ তিনি এলেন না! এলেন তাঁর স্ত্রী।

জোবাইদা রহমান এসেছেন বাংলাদেশে। শাশুড়ি খালেদা জিয়ার জন্যে তিনি দেশে এসেছেন।

লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এবং খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এদিন, ডা. জোবাইদা রহমান এভারকেয়ারে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির সিনিয়র নেতারাসহ কর্তব্যরত ডাক্তাররা।

৫ ডিসেম্বর বেলা পৌনে ১১টা নাগাদ বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বেগম খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডন নিয়ে যাবেন জোবাইদা রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *