ঢাকা: সুদানে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন এখন গভীরভাবে পুনর্বিবেচনার সময় এসে গেছে।

বর্তমান পরিস্থিতিতে সেখানে আর শান্তি রক্ষার বাস্তব কোনো পথ অবশিষ্ট নেই। একের পর এক প্রাণহানি অনিবার্য বাস্তবতায় পরিণত হচ্ছে।

আফ্রিকার সেই দেশে শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে সেনা পাঠিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ আইএসপিআর জানিয়েছে, সুদানের আবেই এলাকায় রাষ্ট্রসংঘের ঘাঁটিতে হামলার জেরে এই প্রাণহানী ঘটেছে।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নারকীয় সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষী সেনাসদস্যের নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারীরা শহিদের মর্যাদা প্রাপ্ত।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী শান্তির দূত হয়ে দৃঢ়তার সঙ্গে বিরামহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তি ও মানবতার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে।

শান্তি, মানবতা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় জীবন উৎসর্গকারী এই বীর সন্তানরা বাংলাদেশের অহংকার। তাঁদের আত্মত্যাগ বিশ্ব দরবারে বাংলাদেশের শান্তিপ্রিয় ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ আওয়ামী লীগ শহিদ শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *