উখিয়া: সংস্কার করার নামে ইউনূসের আমলে মাদক কারবার বাড়ছে। জনগণকে ভয় দেখানো, প্রশাসনে প্রভাব বিস্তার চলছেই।
ইয়াবা ও মাদকপাচারে জড়িত চক্র গুলোকে আশ্রয়, প্রশ্রয় না দিলে এত বাড়বাড়ন্ত কী করে?
একই সাথে বাড়ছে সীমান্ত চোরাচালান।
এখন আইন কেউ মানে না, মানার প্রয়োজন নেই, মায়া চাচারা আছে।
আইনের পরিবর্তে হাতে আইন তুলে নেওয়া হচ্ছে ও শান্ত পরিবেশ নষ্ট করা, মব জাস্টিস এগুলো কোনো ব্যাপারই না।
মাঝেমধ্যে দু একটা মাদক ব্যবসায়ী ধরা পড়ে, তবে দলের নেতারা ঠিকই বুক ফুলিয়ে থাকে।
এবার কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ওয়োসাই ওয়াং মার্মা (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, অভিযানের সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।