ঢাকা: মন পছন্দ কিছু না হলে ব্যস ধর্ষণের হুমকি দাও! লেবাসধারী জামাত-শিবিরের কর্মই তো এটা। অথচ এই নারীরাই বুঝে, না বুঝে জঙ্গী আন্দোলনে অংশ নিয়েছিলো, আর এদের এখন কোনো দাম নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আলী হুসেন নামে এক ছাত্র।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি এই পৈশাচিক স্ট্যাটাস দিয়ে হুমকি দেন।

জঙ্গী ইউনূসের এই আমলে দেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একজন নারীকে খোলাখুলি সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে আর সেখানে আরো জঙ্গী ধর্ষকের দল হাসির রিয়াকশন দিয়ে নানারকম কটূক্তি করে চলে যাচ্ছে।

যে ছাত্র ধর্ষণের হুমকি দেয় সে ধর্ষণ না করলেও ধর্ষক! সে শিবির হবে।

জানা গেছে, আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, থাকেন সার্জেন্ট জহুরুল হক হলে।

স্ট্যাটাসে ওই শিক্ষার্থী লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে (রিটকারী) গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’

ব্র্যাকেটে লেখেন, ‘কেউ এসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে ওপরের কথা তার জন্যও প্রযোজ্য।’

স্ট্যাটাসের পরপরই সেই শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত নিয়ে আলোচনা শুরু হলে পোস্টটি ডিলিট করে দেন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিওবার্তায় ক্ষমা চাইতে বাধ্য হয়।

এদিকে গুপ্ত ক্যাডার এই কথাটি ঢেকে দেয়ার চেষ্টা হচ্ছে।

শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উঠলে শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ ফেসবুকে লেখেন, ‘রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধর্ষণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ।’

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের। যে শিক্ষার্থী আমার সঙ্গে প্রচণ্ড মাত্রায় দ্বিমত কিংবা বিরোধিতা করবেন; তার জন্যও আমরা ইনসাফ কায়েম করবো- এটিই আমাদের লড়াইয়ের মূল মাকসাদ।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।’

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের মানসুরা আলাম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ‘ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা।

সার্জেন্ট জহুরুল হক হল, ২০-২১ সেশন, সমাজবিজ্ঞান বিভাগ জেলা গোয়াইনঘাট, সিলেট। শুধুমাত্র মতের ভিন্নতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিবির নেতা গণধর্ষণের পদযাত্রা করতে চায়। এদের চরিত্র বের হয়ে আসছে।’

তিনি আরও লেখেন, ‘এরকম ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেক আছে। কয়েকদিন আগে ডাকসু প্রার্থী সীমা আক্তার এবং আগে ছাত্রনেত্রীদের নিয়ে বিভিন্ন বাজে কমেন্টও শিবিরের নেতাকর্মীরা করে এসেছে। একবার ভাবেন, এরা ক্ষমতা পেলে কী কী করতে পারে! ৩৬ পৃষ্ঠা ভিসি যদি এই ছেলের ছাত্রত্ব বাতিল না করে তাহলে তাকে পদত্যাগ করতে হবে। নারীর সম্মান রক্ষা প্রশ্নে কোনও আপোষ নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *