ঢাকা: শিবির দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু ঢাবি নয়, গোটা দেশটাই চালাচ্ছে এই গুপ্ত সংগঠন। সরকারের ভিতরে আরেক সরকার চলছে।
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের রোল মডেল এটা বলে গেছেন এর আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বোধহয় কানে কালা, চোখে অন্ধ। সব অন্ধকার দেখেন!
এই যদি হয় রোল মডেলের নমুনা তাহলে বোঝাই যাচ্ছে জাতীয় নির্বাচনের পরিস্থিতি কি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গীদের দখলে গেছে, ইতিহাস পচে গেছে, দেশটাও যাচ্ছে।
তিনি নিজের দেশ আর পাকিস্তানের পার্থক্য গুলিয়ে ফেলছেন।
রাজাকারের দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর বিশেষ রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন।
এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।
তবে তারেক রহমান আছেন ভয়ে। অবশ্য নিজের দেশে থেকেই কারো দেশপ্রেম জাগে না, আর তিনিতো দেশের বাইরে। লণ্ডনে থেকে দেশের নির্বাচনী উপদেশ দিলেন সেকথা কতটুকু বিশ্বাসযোগ্য?
আসলে ডাকসুই দেখিয়ে দিয়েছে, দেশ কোন পথে যাচ্ছে। এখানে আর দ্বিতীয় অপশন নেই।
তারেক রহমান ভয়ে বলেন, ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়।
আজ সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ। এটি ভালো সূচনা। এটি গেল এক নম্বর।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে- যারা জয়ী হয়েছেন বা এরকম আরও ভবিষ্যতে যারা জয়ী হবেন, তাদের প্রতি শুভেচ্ছা এবং যারা ভবিষ্যতে জয়ী হবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা রইলো।
তৃতীয় বিষয়টি হচ্ছে- দেখুন একটা অগ্রযাত্রা শুরু হলো, কিন্তু আমরা চাইছিলাম না যে কোন বিতর্কের মধ্যে এগুলা পড়ুক। আমরা আশা করব যে পরবর্তীতে যেগুলো হবে সেগুলো বিতর্কবিহীন হবে নির্বাচনগুলো।
ডাকসু নির্বাচনের ফলাফল কী জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার কি মনে হয়- এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আমি যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি যেমন-মান্না ভাই, ওনাকে; উনি তো বোধহয় দু’বার ভিপি ছিলেন। আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ।
আমরা যদি উনার বক্তব্য শুনে থাকি বা ধরে থাকি- তাহলে তো আমি মনে করি না কোনো কারণ আছে। ছাত্ররাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়।
