ঢাকা: বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, আসামে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
অসমের ভূমিকম্পে কেঁপে উঠেছছ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলও।
জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি নামের জায়গাটি। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।
ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর প্রাথমিক ভাবে মেলেনি। তবে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।