ঢাকা: ঈদ উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি শুরু হচ্ছে আগামি ৫ জুন থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার ১৬ মে সকাল থেকে দূরের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ফলে দেখা গেছে ৪, ৫ জুনের জন্য যাত্রীদের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

আগামি ৬ জুন কোরবানির ঈদ ধরে নিয়েই টিকিট বিক্রি হচ্ছে। ৪ জুনের দিনের কিছু টিকিট এখনো থাকলেও রাতের টিকেট আর নাই বলে জানা গেছে।

তাছাড়া প্রতিবারের মতো এবারও ঈদের বাস ভাড়া বেড়েছে। নন-এসি বাসের ভাড়া ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে এসি বাসের ভাড়া কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে।

এবার বাসের অগ্রিম টিকিট কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। এস আর ট্রাভেলের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আমীনূন্নবী বলেছেন, ‘আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে যাত্রীদের সবচেয়ে বেশি চাহিদা আগামি ৪ তারিখ বিকেলের পর থেকে ৫ তারিখ রাত পর্যন্ত। বেশির ভাগ যাত্রী এই দুই দিনের টিকিট চায়। ইতিমধ্যে এ দুই দিনের টিকিট বিক্রি শেষ। তবে অন্যান্য দিনের টিকিটের চাহিদা তেমন নেই। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত দশ ভাগ টিকিট বিক্রি হয়েছে। আমাদের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তবে কাউন্টারেও কিছু টিকিট দেওয়া হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *