ঢাকা: ২০১৭ সাল থেকে বাংলাদেশ প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।
কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো পদক্ষেপ নেই এই সরকারের। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে আছে।
তবে পদক্ষেপ না থাকলেও ইউনূসের কথা বেশ আছে।
রোহিঙ্গা ঢলের আট বছর প্রত্যাবাসন অনিশ্চিত, নতুন এসেছে সোয়া লাখ রোহিঙ্গা। এটাই হলো ইউনুস ভেল্কি।
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দৃশ্যমান নয়। বছরের পরপর নানা ঝুঁকি ও সংকট মাথায় নিয়ে বাংলাদেশ তাদের আশ্রয় দিচ্ছে।
নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে– এমন আলো দেখছেন না সংশ্লিষ্টরা। উল্টো প্রায় প্রতিদিন নতুন রোহিঙ্গা ঢুকছে।
এদিকে, মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন।
কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান।
যে সাত দফা প্রস্তাব তুলে ধরেন তার মধ্যে রয়েছে—রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সমর্থন, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।
