ঢাকা: অমর একুশে বইমেলা হবে “ডিসেম্বরে?” বাহ্ বাহ্ লালবদরের দেশে কতকিছু দেখতে হবে!
উর্বর মস্তিষ্কের লোকজনকে গুরুত্বপূর্ণ পদে বসালে এর চেয়ে ভালো আর কী হবে?
তবে লেখক, প্রকাশকদের ক্ষতির দিকটা একবারো চিন্তা করা হলো না।
কবি,লেখক,প্রকাশক সবাই জানেন ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। সবাইতো সেটা ধরেই বসে আছেন।কেউ এখনো বই প্রকাশে কোনো উদ্যোগ নেননি।
অবশ্য এখন বই ছাড়াও বই মেলা হতে পারে! আর স্বাধীন বইমেলা মানেই তো চাপাতির কোপ- হাজার বিধিনিষেধের মাঝে বইমেলা যে কবে উঠেই যাবে এই বাংলা থেকে…!
তাহলে কি বইমেলার নামটাও পাল্টানো হয়েছে? এটা তো আর একুশে বইমেলা হলো না?
২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ। এই মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় মেলা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তার আগে লেখক, প্রকাশকদের কোনো মতামত নেয়া হয়নি।
এই সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।