ময়মনসিংহ: ‘নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।
আমি চিৎকার করে কাঁদিতে
চাহিয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যথা বুকে চাপায়ে
নিজেকে দিয়েছি ধিক্কার’!
মিটিয়ে নিতে ৭১ এর পরাজয়ের জ্বালা বীর মুক্তিযোদ্ধার গলায় আবার জুতার মালা?
পরাজয়ের গ্লানি ভুলতে পারছে না রাজাকারের দলেরা। মুক্তিযোদ্ধার গলায় তাই জুতার মালা পরিয়ে ইউনূসের জামাতি পুলিশের হাতে সোপর্দ করে মনের জ্বালা মেটাচ্ছে! ধিক্কার জানাচ্ছে জাতি এই কর্মকাণ্ডে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা কবির মিলিটারি কে গাছে বেঁধে গলায় জুতার মালা পড়িয়ে পুলিশ সোপর্দ করা হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অসহায় এক। মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে আছেন যাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, গলায় ঝুলছে জুতার মালা!
তিনি মুক্তিযোদ্ধা, তিনি জীবন বাজি রেখে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, অথচ বাঙালি আজ ভুলেছে।
মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বয়স (৬৮)। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এক কিশোরীকে যৌন নিপীড়ন করেছেন!
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুখী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে সেই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর (১৬) বাড়িও একই এলাকায়।
জানা গেলো, আসামি মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
