ঢাকা: গত এক বছরে নির্বাচন দিতে পারেননি ইউনূস। দিতে পারেননি মানে দেননি। ক্ষমতা কুক্ষিগত করতেই তিনি এসেছেন।

সবকিছু বিবেচনা করে বলতে হয়,এদেশের সংস্কার আসলে সম্ভব না, আর ড.ইউনুস তারপর আসিফ নজরুল তাঁরা নাকি সংস্কার করবেন, গত একবছর যাবৎ কি করেছেন কি সংস্কার করেছেন!?

দেশের কী উলোটপালট হয়ে ছিলো যে তাদের এত সংস্কারের কথা বলার জোয়ার আনতে হলো?

এত মাস হয়ে গেল না আইন বিভাগের সংস্কার হয়েছে না শিক্ষাবিভাগের সংস্কার হয়েছে, দেশে শুধু অপরাধ বেড়েই চলছে ।

এখন আবার মিথ্যাবাদী আসিফ নজরুল বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানান।

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো? জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।

আপনাদের উদ্যোগটা কী? জানতে চাইলে তিনি বলেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন?

ক্লাসে যখন যেতাম। জিজ্ঞেস করতাম ছাত্রদের- আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন- তারা হাসাহাসি শুরু করতেন। কেউ কেউ বলতেন স্যার ভোট দিয়েছি, তবে ১০/১২টা। ৯০ শতাংশ বলতেন তারা ভোট দেননি। যাই হোক আমাদের সেই দুঃখ ঘুঁচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *