ঢাকা: নির্বাচনের জন্যে বিধ্বংসী হয়ে উঠেছে বিএনপি। চাঁদাবাজ দলের ভাবসাব এমন যেন ক্ষমতায় এসে এরা দেশকে বেহেস্তে পরিণত করবে।

মূলত তাদের মনে আশঙ্কা। এখনই নির্বাচন না দিলে তাদের আসার আর কোনো সম্ভাবনা নেই।

এবার শামীম কী বললেন শুনি:

জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে যতই ষড়যন্ত্র হোক না কেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সোমবার (২১ জুলাই) দুপুরে বান্দরবান সদরের ডি’মোর হোটেলের কনফারেন্স হলে জেলা বিএনপির পরিচিতি ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মাহবুবের রহমান বলেন, ‘স্বৈরতন্ত্রের পতনের পর দেশে গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা থেকে উত্তরণে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিলম্বিত করা মানে দেশের গণতান্ত্রিক উত্তরণকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া, ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া। কেউ কেউ চায় না দেশের মানুষ স্বস্তিতে থাকুক, তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।’

তা তিনি গণতন্ত্রের সম্ভাবনা কী মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের মধ্যে দেখলেন নাকি পাথর দিয়ে মানুষ মেরে তার উপর ভয়ঙ্করী নৃত্যের মধ্যে দেখলেন? তা অবশ্য বলেননি তিনি!

তিনি আরও বলেন, ‘প্রশাসনিক স্থবিরতার কারণে দেশে ‘মব কালচারের’ প্রকোপ বেড়েছে। অবৈধ অর্থ ও গোপন অপতৎপরতায় বিএনপির নামে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত।’

মব কারা করছে? বিএনপি এখন সাধু সেজেছে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *