ঢাকা: এখন ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে? সুদি মহাজন গং তো ভারতের বিরুদ্ধে অনেক প্রোপাগাণ্ডা করেছে। ভারত বিরোধীদের মুখে এখন টু শব্দ নেই।
ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত থেকেই ফের বিদ্যুৎ আমদানির পরিমাণ বাড়াচ্ছে বাংলাদেশ। ইউনূস, আর তার জঙ্গী বাহিনীর ভারত বিরোধিতা কোথায় গেলো এখন?
ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার খবরকে কেন্দ্র করে ফেসবুকে পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নীতির সমালোচনা করেছেন প্রবীণ সাংবাদিক নাঈম নিজাম।
নাঈম নিজাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন:
“আওয়ামী লীগ আমলে বলেছিলেন, চাকরিতে ২৬ লাখ ভারতীয় আছে। তাদের বের করে দিবেন। যত চুক্তি আছে, বাতিল করবেন। কোনটাই করেননি। বরং করছেন গোপন আঁতাত। পাঠাচ্ছেন ইলিশ। কিনছেন বিদ্যুৎ। ভাইরে ভাই পারেনও আপনারা।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, পূর্বে যে রাজনৈতিক দলগুলো ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসত, তারাই এখন ভারতের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করছে। মূলত তিনি অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করেছেন।