ঢাকা: ৭১ এর রণাঙ্গনের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বীর চট্টলার জীবন্ত কিংবদন্তি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিন পেয়েছেন।

হাসপাতালে শ্রদ্ধেয় জনাব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১২ মামলায় জামিন হয়েছেন।

তিনি এখনো অসুস্থ। ৮০ বছর বয়সে আদালত থেকে কারাগার নিয়ে যেতে যেতে তাঁকে অর্ধেক অসুস্থ বানিয়ে ফেলেছে অবৈধ দখলদার ইউনুস সরকার।

তাঁকে অবৈধ দখলদার সুদী সরকার ১২ টি মামলার আসামী করেছিল,বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

সব ভুয়া মামলা, এর আবার জামিন কিসের?

বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মোশাররফ হোসেন জামিনে কারামুক্ত হয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *