গত বছরের অক্টোবর থেকে কারাবন্দী রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এর মধ্যে একাধিকবার গুরুতর অসুস্থ হয়ে সংবাদের শিরোনাম হয়েছেন।
তিনি চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন।
বয়স হয়েছে ৮২ বছর।
৭১ এর রণাঙ্গনের বীর সেনানী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার, বীর চট্টলার জীবন্ত কিংবদন্তি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ চিকিৎসাহীনতায় ভুগছেন।
ক্রমাগত কারাবন্দী থাকায় তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ এর স্ত্রী আয়েশা সুলতানা এক পত্রে সরকারের শীর্ষ মহলের কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ এর দ্রুত চিকিৎসা এবং জামিনে মুক্তির আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লেখা তাঁর চিঠি হুবহু তুলে ধরা হলো: