চট্টগ্রাম: সীতাকুণ্ডে সুউচ্চ পাহাড় চন্দ্রনাথ পাহাড় ঘিরে যে চন্দ্রনাথধাম ও মঠ-মন্দির রয়েছে তার পবিত্রতা ও নিরাপত্তা বিধানের জন্য সরকারের নির্দেশ অনুযায়ী সব রকম পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্রাইন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা চন্দ্রনাথধাম মন্দির এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এই মন্তব্য করেন।

গত ২৭ আগষ্ট স্রাইন কমিটির নেতৃবৃন্দ ঢাকায় রেলভবনে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হাত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র এই তীর্থভূমি রক্ষায় চন্দ্রনাথ ধাম স্রাইন কমিটির নেতৃবৃন্দ সরকারের তিন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পরই চট্টগ্রামের সীতাকুন্ডে সনাতন ধর্মালম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড় ঘিরে ‘উসকানিমূলক’ কার্যক্রম দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

তাৎক্ষণিকভাবে তারা এমন নির্দেশনা দিয়ে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সজাগ থাকতে বলেছেন।

বৈঠকের তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

মূলত সরকারের সেই নির্দেশনা পাওয়ার পরই চট্টগ্রামের জেলা ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা চন্দ্রনাথধাম স্রাইন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকা পরিদর্শনে যান।

তবে সীতাকুন্ড ইকোপার্কেও ভেতর দিয়ে পাহাড়ি সড়ক ঠিক না থাকায় তারা চন্দ্রনাথধাম মন্দির পরিদর্শন করতে পারেননি বলে জানিয়েছেন স্রাইন কমিটির নেতা অশোক চক্রবর্তী।

তিনি জানিয়েছেন, পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা সীতাকুন্ডে ব্যসকুন্ডের পাড় এলাকা পরিদর্শন করেন এবং সেখানেই চন্দ্রনাথধামের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষাসহ সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আলাপ করেন।

তবে এসব বিষয়ে পরবর্তীতে আরো আলাপ আলোচনা ও পরিকল্পনা নেয়া হবে বলে জানা গেছে।

তবে ব্যসকুন্ডের পাড়ে দাঁড়িয়েই জেলা প্রশাসক ফরিদা খানম সনাতন ধর্মাবলম্বীদের এই পবিত্র চন্দ্রনাথধাম মন্দির ও এর সংলগ্ন মঠ-মন্দিরসহ এর নিরাপত্তা ও রক্ষায় যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানান।

তিনি বলেন, এই চন্দ্রনাথধাম মন্দির রক্ষায় আমরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *