ঢাকা: বাংলাদেশের ভবিষ্যৎ টিকটকারদের হাতে! ভয়াবহ অবস্থা শুরু হয়েছে দেশে! ছাত্র ছাত্রীদের লেখাপড়া তো ৫ আগস্টের পর থেকে আর নেই বললেই চলে, তারপর শুরু হয়েছে আরেক নাটক।

টিকটকারদের হাতে পুরো একটা এইচ এস সি জেনারেশনের রেজাল্ট, হায়রে শিক্ষা ব্যবস্থা।

কিছু নামধারী অর্থলোভী শিক্ষকের জন্য বোর্ড পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিন দিন অব্যবস্থাপনার শিকার হচ্ছে।ছাত্রদের ভবিষ্যৎ বলতে এখন আর কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় ডুবে বাংলাদেশ ধ্বংসের পথে।

ভাবা যায়, SSC পরীক্ষার খাতা এখন স্টুডেন্টরা দেখছে! একজন ছাত্র-ছাত্রী ১০–১২ বছর ধরে পড়াশোনা করে এই বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে, আর তাদের মূল্যায়ন করছে আবার সাধারণ শিক্ষার্থী!

দেখার কেউ নেই, যা খুশি হোক, দেখার কেউ নেই।

পরীক্ষার উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অবশেষে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড।

আটজন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

রোববার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানো হয়।

এর ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *