চট্টগ্রাম: আবার অঘটন ঘটলো। চট্টগ্রাম নগরের পাহাড়তলী সাগরিকা রোড এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
দগ্ধদের মধ্যে কেউ হাত, কেউ পায়ে, কারো মাথা ও মুখমণ্ডলে ঝলসে গেছে। তবে সকলের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।
যারা দগ্ধ হয়েছেন তাঁরা হলেন, মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।
