ঢাকা: জুলাই সমন্বয়ক পরিচয়ের চাঁদাবাজ অমানুষগুলো এটার কি জবাব দেবে? এনসিপি মানেই চাঁদাবাজ! দেশটাকে চাঁদাবাজি করেই শেষ করে ফেললো।
রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চক্রের হোতা ও তার দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী।
আজ শনিবার (৪ অক্টোবর) ভোরে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তারা, চাঁদাবাজ চক্রের হোতা আসাদুর রহমান আকাশ (২৪), তার দুই সহযোগী ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।
সেনাবাহিনী জানতে পারে, তারা উত্তরার ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলো।
আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। এরা সাংবাদিকদের ওপর হামলা, জনসাধারণকে ভয়ভীতি দেখানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
