চট্টগ্রাম: ভুয়া ডাক্তার হয়, উকিল হয়, ভুয়া ছাত্রও হয়? হয় হয়, এই দেশে সব ভুয়া হয়। ভুয়ায় ভরে গেছে দেশটা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ধরা পড়েছে একজন ভুয়া শিক্ষার্থী। মিনহাজ ইসলাম রিফাত নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সনাক্ত করে, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।
জানা গেলো, মিনহাজ চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিল। সে বদ চরিত্রের ছিলো। অর্থনীতি বিভাগের ছাত্রীদের নামে নানা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠাতো।
চবি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৃজিতা বলেন, “আমরা অনেক আগে থেকেই তাঁর কথা শুনে আসছি। সে আমাদের বিভাগের অনেক মেয়েকে কুরুচিপূর্ণ মেসেজ পাঠাই। সে আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করে আসছিল।
কিন্তু আমি যেহেতু ব্যাচের সিআর তাই সবাইকে চিনি। ফলে আমি বুঝতে পেরেছি সে ভুয়া শিক্ষার্থী। ফলে তাকে আমরা হাতেনাতে ধরতে পেরেছি।”
