ঢাকা: তীব্র নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে চারদিকে। কিন্তু কোনোকিছু কান অবধি পৌঁছায় না ইউনূসের।
ডক্টর ইউনুস সরকার গত ৫ তারিখের পর থেকে শুরু করে আজ অবধি হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আখেরুজ্জামান তাকিমকে ইউনূস বাহিনীর অবৈধ প্রশাসন গ্রেফতার করেছে।
এভাবে গ্রেফতার করে তুহিন, তাকিমদের আটকে রাখা যাবে?
অবৈধ সরকারের সবকিছুই অবৈধ।
শিবিরের সঙ্গে ৬০ লাখ টাকার চুক্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমকে থানা থেকে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
রাজধানীর হাজারীবাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আখেরুজ্জামান তাকিমকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে।
তাকিমের পরিবার অভিযোগ করেছে, শিবিরের সঙ্গে ৬০ লাখ টাকার এক গোপন চুক্তি করে ইউনূসের পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে। এবং তাঁকে ‘ক্রসফায়ার’ বা গুম করে ফেলার আশঙ্কা করছে পরিবার।
আতঙ্কে আছেন পরিবারের সদস্যরা।
তাকিমকে মিথ্যা মামলায় এইরকম হেনস্থা করা হয়েছে।
ভুক্তভোগী তাকিমের পরিবারের অভিযোগ, এই ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।
তাকিমের উপর কড়া নজরদারি চালু রেখেছিলো রগ কাটা শিবির।
চার মাস ধরে রাবি শিবিরের এক সাবেক সেক্রেটারিসহ একটি চক্র হাজারীবাগে বাসা ভাড়া নিয়ে ছয়টি ক্যামেরা লাগিয়ে তাকিমকে নজরদারিতে রেখেছিল।
তাকিমের বোন জানিয়েছেন, তার ভাই শুক্রবার ঢাকায় এলে তাকে অনুসরণ করা হয়। বিকেলে বাসায় ফেরার পর তিন থানার প্রায় ৪০-৪৫ জন পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। এসময় শিবিরের দুজন সদস্যের উপস্থিতিতে পুলিশ তাকে বাসা থেকে অমানবিক নির্যাতন করে তুলে নিয়ে যায়।
কিন্তু পরিবারকে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি।