ঢাকা: নুরাল পাগলার ভক্ত হওয়ায় রাসেল মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে জঙ্গী জনগণ। যারা হত্যা করে তাদেরকে জঙ্গী ছাড়া কিছু বলা যায় না।
নৃশংস হত্যাকাণ্ডগুলো প্রতিদিন ঘটছে। প্রশাসন নীরব।
‘আমার ছেলে তো কোনো দোষ করেনি। সে কেবল নুরুল হকের ভক্ত ছিল। দরবারে থাকায় ওরা আমার ছেলেকে মেরে ফেলল। দরবার থেকে মারতে মারতে আনার পরে ওরা আমার ছেলেকে হাসপাতালে নিতে দেয়নি। হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলা হলে গাড়ি থেকে নামিয়ে আবার পিটিয়েছে।’—বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন গোয়ালন্দের দরবার শরিফে হামলায় নিহত রাসেল মোল্লার মা আমেনা বেগম।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে ভক্ত রাসেল মোল্লা (২৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
কিন্তু মামলা দায়ের করলেই কী? পুলিশ তো জঙ্গী ইউনূসের, হয়ে গেছে জামাত শিবির। এরা কেবল এখন দর্শক। মবের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। মরে যাবার পর লাশ উদ্ধার করতে আসে পুলিশ।
নিহত রাসেল মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা।
ফ্যাসিস্ট ইউনূসকে বাংলাদেশের মানুষ শত্রু হিসেবে চিহ্নিত করেছে। মানুষ বুঝে গেছে ইউনূস আর তার ছাত্র নামধারী জঙ্গী নিয়োগকর্তারা দেশ ধ্বংসের ছক কষেছে, দেশের টাকা প্রকাশ্যে লুটপাট করে, প্রতিদিন হত্যা করে তারা জনগণের কাছে চোর সাব্যস্ত হয়েছে।