ঢাকা: দেশের জনপ্রিয় লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্য অবস্থার উন্নতি নেই। উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর বড় ছেলে ইমাম জাফর নোমানি।
বর্তমানে রাজধানীর বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন ফরিদা পারভীন।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে ইমাম জাফর নোমানি লিখেছেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আম্মাকে (ফরিদা পারভীন) গত বুধবার বিকেল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বিকেল থেকেই উনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ব্লাডপ্রেশার নেই।’
ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন তিনি।
তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা আগামী ৪৮ ঘণ্টা পর অবস্থার গতিপ্রকৃতি বলতে পারবেন।
ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী শুক্রবার রাতে বলেছেন, ‘ফরিদা পারভীন এখন লাইফ সাপোর্টে আছেন। তাঁর কিডনি, ব্রেইন কাজ করছে না। লাঞ্চে সমস্যা। হার্টে অনিয়মিত হৃদস্পন্দন আছে।
রক্তের ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। তাঁর মাল্টি অর্গান ফেইলিউর। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁকে আমরা ভেন্টিলেটরে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সার্বক্ষণিক চিকিৎসার জন্য ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড করেছি। ৪৮ থেকে ৭২ ঘণ্টা গেলে বলা যাবে অবস্থা কোন দিকে যাচ্ছে।’