চট্টগ্রাম : ফজলে করিম চৌধুরী একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। রাউজানের সর্বত্র আজ যে অবস্থা , তেমন ছিলো না।

ফজলে করিম রাউজানকে শান্তির রাউজান বানিয়েছিলেন, সেই রাউজান এখন মৃত্যুপুরী।

ফজলে করিম চৌধুরী সবসময় জনগণের কথা চিন্তা করতেন।

অথচ প্রতিহিংসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১মাসে এই পর্যন্ত প্রায় ৬৫ বার গুলাগুলি যেখানে নিহত হয়েছে অনেকেই।

যে রাউজান ছিল পুরো বাংলাদেশের রোল মডেল সেই রাউজান আজ ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত।

আবু সাইদকে মাথায় আঘাত করে হত্যা, ওয়াসিম হত্যা, স্নাইপারে মুগ্ধসহ অনেককে হত্যা, এনায়েতপুরে ১৫ জন পুলিশকে পু্রিয়ে হত্যাসহ শতশত পুলিশ হত্যা ও মেরে ঝুলিয়ে রাখাসহ প্রতিটি হত্যাকান্ড জুলাই জঙ্গীদের মেটিকুলাস ডিজাইনের অংশ।

আর এইসব দায়ভার দেয়া হচ্ছে আওয়ামী লীগের উপর।

ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাঁকে।

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *