ঢাকা: নারী মানেই সহস্র পদে তাঁর বাধা। সেই বাধাগুলোকে একে একে পেরিয়ে যাওয়ার লড়াইটাই নারীর জীবন। সাহসিকতার সাথে কেবল লড়াই করে যাওয়া।

আর সেই লড়াইটাই করেছিলেন বেগম রোকেয়া। মায়ের কোল আলো করে জন্ম নিয়েছিলেন নারী জাগরণের অগ্রদূত, বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)।

বহুগুণে গুণান্বিতা, ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যু দিবস আজ ৯ ডিসেম্বর।

নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাহাড়ের গর্ব নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা পেয়েছেন ‘বেগম রোকেয়া পদক-২০২৫’।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অবদান রাখা চার বিশিষ্ট নারীকে এই বছর এই সম্মাননা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার নারীর হাতে পদক তুলে দেন।

যারা এবার রোকেয়া পদক পেয়েছেন তাঁরা হলেন, নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।

তবে বেগম রোকেয়ার নাম নিলেই কেবল হবে না, সমাজে নারীদের সেই দৃষ্টিতে দেখতেও হবে।

নারীর পথ চলাকে সহজ করতে না পারলে পদকের কোনো মূল্য থাকে না বাস্তবিকভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *