ফেনী: স্থায়ী ক্যাম্পাসসহ আরো বহু দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নেয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে আমাদের ১৫ দফা দাবি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি।
প্রশাসন শুরুতে আমাদের দাবিগুলোকে যৌক্তিক আখ্যা দিয়ে মেনে নিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি।
এরমধ্যে অন্যতম দাবি ছিল স্থায়ী ক্যাম্পাস।
তাঁরা বলছেন, স্থায়ী ক্যাম্পাস না হলে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়কে ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করতে পারে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
শিক্ষার্থীরা বলেন, ১৫ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ফেনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইতিপূর্বে বারবার আন্দোলন করেছি। কর্তৃপক্ষ কিছু গৌণ বিষয় মেনে নিলেও, এখনো পর্যন্ত প্রধান দাবিগুলো—বিশেষ করে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন হয়নি।
তাঁরা বলেন, স্থায়ী ক্যাম্পাসের জন্য দাবি জানিয়ে আন্দোলন করলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলো, জায়গা কিনেছে বলে অথোরিটি দাবি করলেও এর বাস্তবতা গত একবছরেও দেখা মেলেনি।
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা রয়েছে ডিসেম্বরের ভেতরে স্থায়ী ক্যাম্পাসে শিফট না হলে ওই বিশ্ববিদ্যালয় গুলোর অনুমোদন বাতিল করা হবে, তাই শিক্ষার্থীরা নিজের একাডেমিক জীবন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
স্থায়ী ক্যাম্পাসের দাবি তো আছেই এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সংযুক্ত, মুট কোর্ট রুম, ছাত্র সংসদ গঠন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধসহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে এই আন্দোলন করছেন তাঁরা।