ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ।

বর্তমানে তিনি ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতালে ৭ তলা,৭১৭ নাম্বার রুমে ভর্তি আছেন।

‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি সুপারহিট ছবির কথা আমরা কে না জানি? শাকিব খানের পরিচিত তাঁকে দিয়েই। অথচ অপু বিশ্বাস, শাকিব খান কেউই তাঁর পাশে নেই তাঁর এই দুঃসময়ে।

ইত্যাদিসহ একাধিক সুপারহিট ছবির নির্মাতা এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার তাঁর শরীরে ছোট একটি অপারেশন করার কথা রয়েছে। এজন্য তাঁর ঘনিষ্ঠজনরা জরুরিভিত্তিতে রক্ত দানসহ সহায়তার জন্য পোস্টও দিয়েছিলেন।

এছাড়াও তাঁর কিছু শারীরিক জটিলতা রয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র জগতে এফ আই মানিক একটি গুণী, মেধাবী মানুষের নাম। তাঁর সুস্থতা কামনা করছে দেশবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *