কুমিল্লা: বলে না আত্মীয়ে আত্মীয়ে তেঁতুল চালের সম্পর্ক। সেটাই হয়েছে।

কুমিল্লার মেঘনায় পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ‌‌ বাঁধে। ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

আহতদেরকে কোনোরকমে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন।

এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মুগার চর গ্রামের শান্তি মিয়া ও চান বাদশার বাড়িতে।

আহতরা হলেন- শান্তি মিয়া (৫৫), মোর্শেদা বেগম (৫৫), জান্নাত (৮), রিণা আক্তার (২৫), বাছিনুর বেগম (৬০), ইমান আলী (৭০), জাহাঙ্গীর (৪৫), খুকি আক্তার (২২), মামুন মিয়া (২৮), রফিকুল ইসলাম (৫৫) এবং জহির উদ্দিন (৩৫)।

চাচা ভাতিজার সম্পর্কে যে এতটা পরিণতি খারাপ হতে পারে, তা কল্পনাও করা যায় না।

জানা যায়, তাদের মধ্যে আগে থেকেই মামলা মোকদ্দমা চলে আসছে এবং সেগুলো বিচারাধীন।

তারই জেরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে শান্তি মিয়া ও চান বাদশা মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে উভয়ের সমর্থকরা এসে এলোপাতাড়ি রামদা, ছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আর দুই পক্ষের ৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। দুই পক্ষেরই আহত হয়েছেন অন্তত ১৫ জন।

তবে এখন এই মারামারি, খুন, মব ঘটনাগুলো দেশে স্বাভাবিক হয়ে গেছে। সরকার, প্রশাসন কোনো অন্যায় দেখলেও সরে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *