ঢাকা: বাংলাদেশে এখন শুধু আন্দোলন। অধিকার আদায়ের আন্দোলনে সবাই পরাজিত ইউনূসের আমলে।
সরকারি চাকরি আইন ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে আন্দোলনরত নেতাদের মধ্যে এবার বিভক্তি দেখা দিয়েছে।
সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত ক্যান্টিন পরিচালনা নিয়ে মারামারি হলো। এবং হামলাকারী গ্রুপের ডাকে কোনও আন্দোলনে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিন, দেখা যায় সচিবালয়ে কর্মকর্তার-কর্মচারী সংযুক্ত পরিষদের ‘নূরুল-মোজাহিদ’ অংশের মহাসচিব মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে অন্তত ২০-২৫ জন কর্মচারী বিক্ষোভ মিছিল করেন।
মোজাহিদুল ইসলাম সেলিম বলছেন, ‘সচিবালয়ে মাস্তানি করার জায়গা না। ১৮ হাজার কর্মচারীকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করবো। আজ হোক, কাল হোক- এখান থেকেই বিচার করবো।’