ঢাকা: এরা নাকি যোদ্ধা! প্রতি কথায় মুক্তিযোদ্ধাদের অপমান করা এদের চরিত্র হয়ে গেছে। তা সামান্য বেলুনের আওয়াজে জুলাই সন্ত্রাসীদের মুখ ঝুলে পড়েছে!
জুলাই যোদ্ধা থেকে নাম হয়ে গেছে বেলুন যোদ্ধা!
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে প্রায় ১১ জন দগ্ধ হয়েছে।
জুলাই জঙ্গীদের আগ্রহ চূড়ান্ত ছিলো। ভাড়া করে এদের নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।
দগ্ধরা জানান, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তারা।
সন্ত্রাসীরা বেলুন নিয়ে মজে ছিলো। বেলুনগুলো উপস্থিত সবার হাতে হাতে দেয়া হচ্ছিল।
এ সময় একদল সেগুলো নিয়ে টানাটানি শুরু করে নিজের কাছে নেয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন আশপাশের অন্তত ১১ জন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্যকে উপভোগ করতে গিয়েছিলো। হেলিকপ্টার সাদৃশ্য বেলুন উড়ানো হচ্ছিল। হঠাৎ করে বেলুনটিতে আগুন ধরে যায়।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোল হচ্ছে জুলাই সন্ত্রাসীদের নিয়ে! এরা আবার যুদ্ধ করতে গিয়েছে নাকি!?