ঢাকা: ঢাকার মহাখালীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো। ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামক একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন।
এই অবস্থায় দ্রুত তাঁদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
তাঁদের প্রত্যেকের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অবস্থা সেরকম ভালো নয় বলে জানা গিয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেছেন, “দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।”
তবে আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। কাজ করার সময় কোনোভাবে আগুন ধরে গেছে।