আশুলিয়া: আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দেশবিরোধী জামাত বা অন্য কোন ষড়যন্ত্র জড়িয়ে আছে তা এখনো জানা যায়নি।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে টঙ্গী- আশুলিয়া- ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যদিও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিষয়ে জানায়, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন।
কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২ টার দিকে হঠাৎ আগুন লাগে। তখন শ্রমিকরা কাজ করছিলেন। ঘটনার সাথে সাথে সব শ্রমিকদের বের করে দেয় কর্তৃপক্ষ।
অবশেষে দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষয়ক্ষতি কতটুকু কী হয়েছে তা এখনো জানা যায়নি, কিংবা কীভাবে লাগলে সে বিষয়েও কোনো ক্লু পাওয়া যায়নি।
