লক্ষ্মীপুর: এই হচ্ছে জুলাই দাঙ্গার স্বরূপ। লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে ফের হামলা, আগুন দেয়া হলো!
আজ, বুধবার, ১ অক্টোবর বিকেলে শহরের মহিলা কলেজ এলাকায় তাঁর বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেয়।
শুধু এখন নয়, এর আগেও, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এবং গত ৫ আগস্ট একই ধরনের হামলার শিকার হয়েছিলেন নয়ন।
নির্মাণ শ্রমিক আব্দুল মাজেদ জানান, তারা কাজ করার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে, হুমকি দিতে থাকে।
দেয়াল ভেঙে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।