চট্টগ্রাম: অগ্নিসন্ত্রাস চলছে দেশে। এর আগে কড়াইল বস্তিতে আগুন। তবে এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। দুপুরে উকিল নোটিশ দিলো আর রাতেই আগুন?বস্তির জায়গা দখল করতে চায় কারা?

এরপর আবার চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক নামে একটি কারখানার গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

রাত ১২টার দিকে বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণ কাজ করছে।

ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘরবাড়ি, বস্তি পুড়িয়ে খাক করে ফেলছে জঙ্গীরা। ঘটনা গুলোয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *