হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে একটি বাসসহ দশটি গাড়ি পুড়ে গেছে। পুড়ে কঙ্কাল হয়ে গেছে গাড়িগুলো।
অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেশনের স্টাফ রাসেল আহমদ(৩০) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে ঢাকা-হবিগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এই বিষয়ে জানিয়েছেন, সকালে একটি পুরনো যাত্রীবাহী বাস স্টেশন থেকে গ্যাস নিচ্ছিল।
এই সময় হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। চোখের নিমেষে আগুন আশপাশে থাকা গাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।