গাজীপুর: চারদিকে গুম খুন জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস, মা বোনদের ইজ্জত লুট চলছেই।
ইউনূস যেদিন থেকে ক্ষমতা দখল করেছেন সেদিন থেকে দেশে আগুন লেগেছে, যে আগুন আজো কমেনি।
এবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী, টঙ্গীর মাঝুখান ও কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত আগুনে ঝুট গুদাম, বসতবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার (১ ডিসেম্বর) ভোরে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমবাগ নজরদিঘী এলাকায় টিনশেডের তৈরি ঝুটের একটি গুদামে আগুন লাগে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগলো কীভাবে তা জানা যায়নি।
