নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে এই আগুনের ঘটনা ঘটে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানিয়েছেন, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। পরে দুটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রান্সফরমারটি পুড়ে যায়।
প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আগুন লাগার ফলে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।