ঢাকা: নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুড়ে সব শেষ হয়ে যায়।

স্থানীয় সময় প্রায় ৫ টার পর থেকে আগুন এর সূত্রপাত হয়। মার্কেট এর ২৪,২৩ নং গলি পুরো এবং ২২ ও ২১ নং গলির পুড়ে ছাই হয়ে গেছে।

প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০ টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগে।

আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিক নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন না নিভলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।

পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানির অভাব ছিলো।

তবে এই ব্যাপারে সরকার পক্ষ থেকে কোনো সাহায্যের কথা বলা হয়নি।

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *