গাজীপুর: চলে গেলেন আরো একজন যোদ্ধা।

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি।

উল্লেখযোগ্য যে, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট।

অগ্নিনির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে পুড়ে যায় ৪ ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। সেদিনই তাঁদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ (বুধবার) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। এর আগে গতকাল আরেকজন ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন।

তাঁদের অবস্থা সঙ্গীন ছিলো।

ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন নুরুল হুদা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়। ২০০৭ সালের মার্চে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *