কেরানীগঞ্জ: “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” আসলে দেশ ভালো নেই। দেশের মানুষ ভালো নেই।
গত বছরের ৫ আগস্টের পর দেশে জ্বালাও,পোড়ায়,ভাংচুরের হীন রাজনীতি ব্যাপকভাবে বেড়ে যায়। সেটা মোড় ঘুরে এখন গ্রামীণ ব্যাংকে প্রয়োগ হচ্ছে। দেশের কয়েকটি জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
এই আগুনসস্ত্রাসের বলয় থেকে দেশের কোনো মানুষ এখন আর নিরাপদ নয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা একটি লেগুনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে থানার পাশে পরিত্যক্ত একটি লেগুনায় আগুন দেয় দুষ্কৃতকারীরা।
যদিও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, ময়লা-আবর্জনা থেকে লাগা আগুনে একটি লেগুনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাজেদুল কবির জোয়ারদার জানিয়েছেন, ঘটনার ধরন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে আগুন লাগানো হয়েছে।
এত নিরাপত্তা, এত বিজিবি মোতায়েন তারপরেও কীভাবে দুষ্কৃতি আগুন দিচ্ছে? সাজানো দুষ্কৃতি?
