ঢাকা: জায়গায় জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। ১৩ নভেম্বরের আগেই শুরু হয়েছে আগুনের খেলা। বড় বড় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুন থেকে রেহাই পায়নি।

মাদারীপুরের শিবচরে এক চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় এই ঘটনাটি ঘটে।

এছাড়াও রাজধানীসহ টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাত ঘণ্টায় সাতটি যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে।

এর আগে তো আরো ঘটেছেই। ফুলবাড়িয়ায় গাড়ির চালক ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছেন দগ্ধ হয়ে।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ বলেন, বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটে।

রাশেদুল খালিদ জানিয়েছেন, ঢাকায় আগুনের ঘটনা ঘটেছে দুই জায়গায়। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় বুধবার রাত পৌনে ৩টার দিকে এবং পল্লবীতে ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে রাত ১২টা ১০ মিনিটে আগুন দেওয়া হয়।

এদিকে, রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যার পর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *