টাঙ্গাইল: দেশের সবক্ষেত্রেই এখন ষড়যন্ত্র, দুর্নীতি।
এবার টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এই বিষয়ে বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস জড়িত চক্রের একজনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী জানতে পারি এ চক্রের আরও সদস্য রয়েছে।
পরে গ্রেফতার ব্যক্তির তথ্য অনুসারে র্যাব সদস্য অভিযানে নামে। পরে অভিযানে চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
