কক্সবাজার: ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পাঁচজনের। এবং তাঁরা সবাই এক পরিবারের সদস্য।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস এবং কক্সবাজারমুখী প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন দুইজন।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। যে দুইজন আহত হয়েছেন তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
