ঢাকা: এটি বদলে যাওয়া বাংলাদেশ। জঙ্গীর কবলে দেশের সংস্কৃতি বিনষ্টের দিকে। ইউনূস গং ধ্বংস করছে সমস্ত।

এই দেশে এবার কোপ পড়ল আবহমান বাংলার সংস্কৃতিতে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ‘মকর সংক্রান্তি’ বা ‘পৌষ পার্বণ’-কে ‘ইসলাম বিরোধী’ বা ‘হারাম’ তকমা দিল কট্টরপন্থীরা।

মৌলবাদীদের চোখে যত আনন্দ আছে, সুন্দর আছে সব হারাম। তাদের কাছে হালাল কেবল হত্যা, হিন্দু বিদ্বেষ।

মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া নয়া ফতোয়ায় স্পষ্ট জানানো হয়েছে, পৌষ পার্বণ উৎসব পালন করা যাবে না।

জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে লিফলেট বিলি এবং পোস্টার সাঁটানো হয়েছে। সেখানে হিন্দুদের উদ্দেশে কড়া হুমকি দেওয়া হয়েছে, নিজেদের এলাকায় যেন কোনওরকম মকর সংক্রান্তির অনুষ্ঠান বা পিঠেপুলির আয়োজন না করা হয়।

বাঙালির ঘরে ঘরে পৌষ সংক্রান্তি উৎসব, নতুন ধান আর খেজুর গুড়ের গন্ধে পিঠেপুলি খাওয়ার আনন্দ হয়তো আর হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *