চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বিদেশি সিগারেট জব্দ হলো।
যৌথ অভিযানে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটে চট্টগ্রামে আসা তিন যাত্রীকে গ্রিন চ্যানেলে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।
তাঁদের নাম মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম।
তল্লাশিতে এদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তবে তাদেরকে কিন্তু আটক করা হয়নি বা তাঁদের বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ হয়নি। হয়তো ইউনূসের নির্দেশেই হয়নি।
শুধু তিন যাত্রীকে পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে।