চট্টগ্রাম: আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।

প্রতিবাদ হচ্ছে এই নিয়ে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল আন্তর্জাতিক দরপত্র ছাড়াই বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা।

এদিকে নৌ উপদেষ্টা হয়েছেন চোখ থাকিতে অন্ধ।

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন।

দেশের থেকে আন্তর্জাতিক মান মর্যাদার কথা এখন উপদেষ্টারা বেশি চিন্তা করেন। জাতীয় স্বার্থ তো জলাঞ্জলি গেছেই, আরো যাক-তাতে কিচ্ছু যায় আসে না।

সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে উপদেষ্টা কথাগুলো বলেন।

তিনি বলেন, মূলত ৩২ একর জায়গার উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ফলে ১০ হাজার একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে।

এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানো আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *