চট্টগ্রাম: ১২ মাস ধরে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়ে আসছে এই অন্তর্বর্তী সরকার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সরকারের বিভিন্ন ব্যক্তি, সংশ্লিষ্ট স্থাপনা ও বাড়িঘরের ওপর হিংসার আগুন জ্বালাচ্ছে জঙ্গী বাহিনী।

আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর আক্রমণ আসছে বারবার। এবং রাজনৈতিক প্রতিহিংসায় খুব দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসিতে ঝোলানোর পাঁয়তারা শুরু হয়েছে।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলমকে মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনের পুকুরপাড়ে এই ঘটনাটি ঘটেছে।

মারধরের শিকার ওয়াহিদ চবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিএফসি গ্রুপের নেতা।

তাঁকে মারধর করা হয়েছে।

তবে মারধর করলেও কারো কোনো বিচার হবে না এই মবের মুল্লুকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *