চট্টগ্রাম: ভয়াবহ অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে। যত দিন গড়াচ্ছে ততই যেন রহস্য উন্মোচন হচ্ছে।
সব চাঁদাবাজির টাকা থেকে বড় ভাগ নিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জে জাহাঙ্গীর। সারাদেশের সব চাঁদাবাজদের একরকম রক্ষাকর্তাও তিনি।
আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার, নির্যাতন ও জেলে হত্যার সব ঘটনার সাথে জড়িত এই জাহাঙ্গীর।
এবার গুলিতে আহত হয়েছেন একজন যুবলীগ কর্মী।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী গুলিতে আহত হয়েছেন। তিনি এক সময় যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
শনিবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মাস্তান নগর এলাকায় তিনি আক্রান্ত হন।
আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন অনির্বাণ চৌধুরী। শনিবার রাত সাড়ে ১২টার দিকের ঘটনা।
তখন মাস্তান নগর এলাকায় আরেকটি মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে অনির্বাণকে গুলি করে। গুলি তার কোমরে লাগে।
একদিকে যেহেতু তিনি হিন্দু, এবং যুবলীগের সাথে যুক্ত ছিলেন তাই এই কাণ্ড তাঁর সাথে। এছাড়া বাংলাদেশে অন্য কারণ আর নেই হিন্দু এবং যুবলীগ, আওয়ামী লীগ নির্যাতনের।
তবে কে মেরেছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। হয়তো হবেও না।