ঢাকা: বাংলাদেশ এখন দমন-পীড়নের চরমতম পর্বে প্রবেশ করেছে।সারা দেশে বিগত তিন দিনে গ্রেফতার ৫৭৩৭ জন; গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী ৩২৮৯ জন এবং অজ্ঞাত কারণে গ্রেফতার হয়েছেন ২৪৪৮ জন। বিচারবহির্ভূত এসব গ্রেফতার প্রহসন ভিন্নমতের কণ্ঠরোধে রাষ্ট্রীয় দমন-পীড়নের নগ্ন প্রদর্শনী!

এবার গ্রেপ্তার হলেন জনপ্রিয় লোকশিল্পী ও প্রাক্তন সাংসদ মমতাজ বেগম। কিন্তু সুনির্দিষ্ট কোন মামলায় তিনি গ্রেফতার হয়েছেন তা জানানো হয়নি। সূত্রের খবর, সোমবার গভীর রাতে ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মমতাজের নামডাক রয়েছে। মানিকগঞ্জ-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য মমতাজ বেগম শুধু একজন সঙ্গীতশিল্পীই নন, আওয়ামি লীগের প্রার্থী হিসেবে তিনি বহুবার সাংসদ পদে নির্বাচিত হয়েছেন।

মমতাজের গ্রেপ্তার একেবারে ভুয়া মামলায়, সেটা আর বুঝতে বাকি নেই জনগণের। উল্লেখযোগ্য যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আওয়ামি লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেই মমতাজের গ্রেফতারি।

ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মহম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুন-সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তবে নির্দিষ্ট কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি।

বর্তমান রাষ্ট্রশক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেউ যদি একটু ভিন্নভাবে চিন্তা করে, একটু সমালোচনা করে, বা অন্যায় দেখেও চুপ না থাকে—তাকে শত্রু হিসেবে বিবেচনা করে ধরা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে জেল-জরিমানার ভেতর। ইউনূসের উপদেষ্টা গং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের সময়ই বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীদেরও তারা রেহাই দিবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *